শনিবার সকালে মহারাষ্ট্রের এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণ
নিউজডেস্ক- মহারাষ্ট্রের শিবপুরে এক রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ! মৃত্যু হয় কমপক্ষে 20 জন ও আহত হন 15 জন ! জানা যায় ওই রাসায়নিক কারখানায় মধ্যে ছিলেন 100 জন শ্রমিক ! হঠাৎই আগুন লাগার ফলে আতঙ্কিত হয়ে পড়ে তারা ! শুধু তাই নয় আগুন লাগার জেরে আশেপাশে এলাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়! খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকলের 10 টি ইঞ্জিন! দমকল সূত্রের খবর কারখানার আটকে পড়ে 80 জনের মতো শ্রমিক ! দমকল বাহিনী এসে তাদেরকে উদ্ধার করে ! কারখানার মধ্যে যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের কে পাশর্বতী হাসপাতালে পাঠানো হয় ! তবে কি করে এই আগুন লাগলো তা এখনও সঠিকভাবে জানা যায়নি ! পুলিশ তদন্ত শুরু করেছে ! প্রাথমিক অনুমান সিলিন্ডার ফেটে এই বিষ্ফোরণ ! কারণ স্থানীয় বাসিন্দারা জানায় সিলিন্ডার ফাটার শব্দ শুনতে পায় তারা ! আর তখনই তারা ঘটনাস্থলে ছুটে আসে!
ছবি সৌজন্যে- এএনআই