স্কার্ট ছোট নয়, আমার পা বড়, কৃতি
Read Time:1 Minute, 13 Second
নিউজডেস্ক- হিরোপান্তি সিনেমা দিয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কৃতি শ্যানন । তার পর আর পেছন ফিরে তাকাতে হয় কৃতিকে। এখনো পর্যন্ত কৃতির কোন সিনেমাই সেভাবে হিট না হলে ভালো অভিনয় আর লাস্যময়ী চেহারার জন্য ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়াতেও অসংখ্য ফলোয়ার রয়েছে কৃতির। এহেন কৃতি সাফ জানিয়ে দিলেন
তার পা বেশ বড়। আর তা নিয়ে বেশ গর্ববোধও করেন কৃতি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নীচে ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘স্কার্ট ছোট নয়, আসলে আমার পা’ই বড়’। কৃতির পোস্ট করা ওই ছবিতে তার পা দুটি অনাবৃত রয়েছে। যা দেখে এটা পরিষ্কার কৃতির মত লং লেগ বি-টাউনের খুব কম অভিনেত্রীরই আছে।
