‘আজ ওঁর কথা খুব মনে পড়ছে’ ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে টুইট মুখ্যমন্ত্রীর
নিউজডেস্ক- ‘আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তাঁর কাজ চিরকালীন। আজ ওঁর জন্মবার্ষিকীতে খুব মনে পড়ছে ওঁর কথা’ , প্রবাদপ্রতিম চিত্র পরিচালক তথা অভিনেতা ঋতুপর্ন ঘোষের ৫৬ তম তম জন্মবার্ষিকীর সকালে টুইট মুখ্যমন্ত্রীর। জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তাকে শ্রদ্ধা জানান। শুধুই রাজ্যের মুখ্যমন্ত্রী নয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ বচ্চন সকলেই এদিন শ্রদ্ধা জানিয়েছেন ঋতুপর্ন ঘোষকে। বাংলা চলচ্চিত্র জগৎ এর এক রত্ন ছিলেন তিনি। তাই তার চলে যাওয়ায় বাংলা সিনেমা জগৎতে এক অসম্পূর্ণ স্থান রয়ে গিয়েছে বলছেন সকলেই। তিনি একাধারে যেমন ছিলেন স্বনামধন্য পরিচালক অন্য দিকে তিনি ছিলেন দক্ষ অভিনেতা, লেখক ও গীতিকার। তিনি বহু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার অর্জন করে। তাই তার মতো প্রতিভাবান মানুষের অভাব রয়েই গেছে বাংলা চলচ্চিত্র জগতে।
ছবি সৌজন্যে- মমতা বন্দোপাধ্যায় টুইটার