মদের আসরে বাঁধা দিয়ে মৃত্যু বৃদ্ধার
Read Time:1 Minute, 5 Second
নিউজ ডেস্ক- মদের আসরে দুই বন্ধুর গন্ডগোল জেরে বন্ধুকে মারতে গিয়ে পার্শ্ববর্তী বৃদ্ধর মাথায় বাড়ি, মৃত্যু বৃদ্ধর গ্রেপ্তার দুই যুবক। গাইঘাটার পাঁচপোতা আদিবাসী পাড়া দুই যুবক শুক্রবার দুপুরে মদ খাওয়া নিয়ে গন্ডগোল করতে থাকে পাশেই ছিলেন নিতাই সরদার 60 বছরের বৃদ্ধ। এক বন্ধু আরেক বন্ধুকে লাঠি দিয়ে মারতে গেলে এই বৃদ্ধের মাথায় লাঠির আঘাত লাগে। নিতাই সরদারকে প্রাথমিক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয় সেখানেই শনিবার গভীর রাতে মৃত্যু হয় নিতাই সরদারের। ঘটনার পর এই দুই যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।