নিজের রাইফেলে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা বিএফএফ জওয়ানের, চাঞ্চল্য কুমারগঞ্জে
নিজস্ব সংবাদ, বালুরঘাট: ডিউটিরত অবস্থায় নিজের রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতীর চেষ্টা বিএসএফ জওয়ানের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ- বাংলাদেশ সীমান্তবর্তী কুতুবপুর বিওপি ক্যাম্পে। গুরুতর আহত অবস্থায় ওই বিএসএফ জওয়ানকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
ঘটনায় তদন্তে নেমেছে বিএসএফ- উচ্চ পদস্থ অফিসাররা এবং কুমারগঞ্জ থানার পুলিশ। মানসিক অবসাদের জেরেই আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোনও কারণ তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। তবে কি কারণে এই আত্মহত্যার চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ জওয়ানরা।
জানা গিয়েছে, গুরুতর আহত ওই বিএসএফ জওয়ানের নাম মুকেশ কুমার ( ৩৫)। বাড়ি জম্বু এলাকায়। এদিন দুপুরে ডিউটিরত অবস্থায় ছিলেন তিনি। হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। ছুটে এসে অন্যান্য সহকর্মীরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই বিএসএফ জওয়ান। এরপর তাকে হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করা হয়। প্রথমে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কোমরে দুটি গুলি লাগে তার। বর্তমানে একটু সুস্থ রয়েছে সে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পতিরাম বিএসএফ ক্যাম্পের উচ্চপদস্থ আধিকারিকরা ও কুমারগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সংবাদ মাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি উচ্চ পদস্থ অফিসাররা।