শান্তির মহামিছিল
নিউজডেস্ক- যুদ্ধের বিরুদ্ধে বিশ্বজুড়ে শান্তির বার্তা পৌঁছে দিতে রবিবার শহরে মহা মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ। বাম ও সহযোগী দলগুলোর পক্ষ থেকে এই মহা মিছিল সংগঠিত হয়। আর এই মিছিলে নজরকাড়া উপস্থিতি ভেঙে পড়া বাম সংগঠনকে অনেকটাই অক্সিজেন জোগাল।
রাজ্যে বিজেপির উত্থানে যখন বামেদের পায়ের তলার মাটি ক্রমশ ধসে যাচ্ছে তখন সাম্রাজ্যবাদবিরোধী শান্তি মিছিলে নজরকাড়া ভিড় অনেকটাই অক্সিজেন জোগাল রাজ্যের বাম নেতাদের। বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে রবিবার শহরে যুদ্ধবিরোধী মহামিছিলের আয়োজন করেছিল বাম ও সহযোগী দলসমূহ। মৌলালি রামলীলা পার্ক থেকে শুরু হয়ে এই মহামিছিল শেষ হয় মহাজাতি সদনের সামনে। মহামিছিলে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে পথ হাঁটেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ বাম ও সহযোগী দলগুলির শীর্ষ নেতারা।
এই মিছিলে অংশগ্রহণ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হোন।
প্রতিবছর পয়লা সেপ্টেম্বর বাম ও সহযোগী দলগুলোর পক্ষ থেকে শহরে মহামিছিল সংগঠিত হয়। ব্যতিক্রম ঘটেনি এবছরও। যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে এদিন মহামিছিলে পা মেলান হাজার হাজার মানুষ।