সঙ্কটজনক লালু
Read Time:51 Second
নিউজডেস্ক- বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থা সঙ্কটজনক। এই মুহূর্তে রাঁচির সরকারি হাসপাতাল রিমসে ভর্তি রয়েছেন লালু। হাসপাতাল সুত্রের খবর, লালুর কিডনি ঠিকমতো কাজ করছে না। পাশাপাশি রক্তচাপ ওঠানামা করছে লালুর। গত শুক্রবার লালুর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় লালুর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। কিডনির অসুখে ভোগার ফলে লালুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে।
ছবি সৌজন্যে- লালু প্রসাদ যাদব ফেসবুক পেজ