কাস্টমসের সাথে ড্র মহামেডানের
Read Time:48 Second
নিউজডেস্ক- কলকাতা প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ ড্র করার পরে জয়ে ফিরেছিল মহামেডান। কিন্তু সেই জয়ের ধারা বজায় রাখতে পারল না মহামেডান। সোমবার অপেক্ষাকৃত দুর্বল দল কাস্টমসের সাথে ১-১ গোলে ড্র করে আবার পয়েন্ট নষ্ট করল দীপেন্দু বিশ্বাসের ছেলেরা। প্রথমার্ধেই কাস্টমসকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন রাজন বর্মণ। প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি মহামেডান। দ্বিতীয়ার্ধে মহম্মদ আমিরুলের গোলে ১-১ করে মহামেডান।