দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ও উন্নয়নের দাবিতে তপনের পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন
নিজস্ব সংবাদ, তপন: দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ও উন্নয়ন সহ মোট ১২ দফা দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন প্রদান করল দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি নেতৃত্বরা। এদিন জেলার তপন ব্লকের ৪ নম্বর হরসূরা পঞ্চায়েতের প্রধানকে এই ডেপুটেশন প্রদান করা হয়।
জানা গিয়েছে, রাজ্যে তৃণমূল ক্ষমতা এলেও তপন ব্লক অনুন্নতই থেকে গিয়েছে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি করছে বিজেপি। এই নিয়ে মোট ১২ দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন প্রদান করে বিজেপি।
১০০ দিনের কাজে বিভেদমূলক আচরণ না করে গরিব মানুষদের কাজ দেওয়া এবং দুর্নীতিমুক্ত করা, রামপুর বাজার এর একমাত্র শৌচালয় ব্যবহারযোগ্য করা, মাটির রাস্তাগুলোকে অবিলম্বে ঢালাই রাস্তা করা সহ মোট ১২ দফা দাবি জানানো হয়। পরে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় পঞ্চায়েত প্রধানের হাতে।
ডেপুটেশন প্রদানের পাশাপাশি এদিন রামপুর বাসস্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করে বিজেপি নেতৃত্বরা। উক্ত পথসভায় বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিজেপি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার।
এ দিনের পথ সভায় উপস্থিত ছিলেন বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সাধারণ সম্পাদক স্বরূপ সরকার, তপন ব্লক এর প্রদেশ পরিষদীয় সদস্য কৃষ্ণকুজুর, বিজেপি নেতা বিদ্যুৎ বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।