মালদায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
নিউজডেস্ক- বাড়ি থেকে দুশো মিটার দূরে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙা গ্রামে। ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছে প্রাথমিকভাবে এমনই অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। তবে এখনও কোন তথ্য বা খুনের মোটিভ খুঁজে পায় নি পুলিশ।
মৃত যুবকের নাম আসরাফ আহন্মেদ(৩০)। বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙাতে। পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় আসরাফ। প্রতিদিনই যায়। রাতে নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরে আসে। গতকাল অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে ফোন করলে ফোনের সুইস বন্ধ বলে। এরপর তার খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পায় বাড়ি থেকে দুশোমিটার দুরে আমবাগানের মধ্যে আসরাফের মৃতদেহ পরে রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।পরিবারের দাবি বন্ধুরা আসরাফকে খুন করে আমবাগানে ফেলে দিয়েছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।যদিও এখনও পুলিশ খুনের মোটিভ ও তথ্য খুঁজে পায় নি। তদন্ত শুরু করেছে। বন্ধুদের কাছ থেকে রাতের বিবরণ সংগ্রহ করছে পুলিশ।