শিয়রে বিপদ, ঘর খালি করতে হল রাজ্যের মন্ত্রী তাপস রায়’কেও
Read Time:52 Second
নিজস্ব প্রতিনিধি- ১০৫ বউবাজার স্ট্রিটে থাকেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়। মোট আটটা পরিবারের বসবাস এই ফ্ল্যাটবাড়িটিতে। এর মধ্যে একটা পরিবার থাকে না। যদিও তাপস বাবু জানান, লিখিত কোনও নোটিস দেয়নি মেট্রো। মৌখিক ভাবে তাঁকে জানানো হয়েছে বিষয়টি। আজ সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ঘর ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। এরপর বাড়ি খালি করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার কথাও জানান তাপসবাবু। বাকি পরিবারগুলি কান্নায় ভেঙে পড়েছে, কারণ আতঙ্কের মধ্যে দিন কাটছে তাঁদের।