দেড় মাস পর কোচবিহার ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করল তৃণমূল

0 0
Read Time:3 Minute, 57 Second

মনিরুল হক, কোচবিহারঃ বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। বৃহস্পতিবার, কোচবিহার-১ নং ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতদের নিয়ে প্রবেশ করেন তিনি। গত প্রায় দেড় মাস থেকে বিজেপি কর্মী সমর্থকদের বাঁধায় ওই গ্রাম পঞ্চায়েতের স্বাভাবিক কাজ কর্ম ব্যহত হচ্ছে বলে অভিযোগ করে মিহির গোস্বামী বলেন,“আমাদের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের কার্যালয়ে প্রবেশ করতে দিচ্ছিল না বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা। তাঁরা এলাকার উন্নয়নেও বাঁধা দেয়।”


এইদিন ঘুঘুমারির কদমতলা এলাকায় তৃণমূল একটি মিছিলও সংগঠিত করে। পরে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান প্রতিনিধিরা। তৃণমূল নেতৃত্বের দাবী এই গ্রাম পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবিকে বন্দুকের নল দেখিয়ে বিজেপিতে নাম লেখানো হয়েছিল। কিন্তু তিনি ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দলে ফিরে এসেছেন মাস দেড়েক আগেই। এরপর থেকেই তাঁকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। শুধু প্রধানকেই নয় নির্বাচিত কোন জনপ্রতিনিধিকেই তাঁদের কার্যালয়ে প্রবেশ করতে দিচ্ছিল না এলাকার বিজেপির কর্মী সমর্থকেরা।
মিহির বাবু বলেন, গত লোকসভা নির্বাচনে কোচবিহার সহ রাজ্যে কয়েকটি আসন জেতার পর সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করে বিজেপি। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬টি তে বিশৃঙ্খলার সৃষ্টি করে তাঁরা। এরফলে উন্নয়নের কাজ ব্যহত হয়। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এবারে উন্নয়নের কাজে বাঁধা দিলে তৃণমূল কর্মীরা চুপ করে থাকবেনা। একইসাথে তাঁর বক্তব্য মানুষকে সাথে নিয়ে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
যদিও এবিষয়ে বিজেপির স্থানীয় নেতা রঞ্জিত ঘোষ বলেন,“তৃণমূলের কোন নির্বাচিত প্রতিনিধিকে কখনও ভয় ভীতি দেখানো হয়নি। তারাই জনগণের টাকা আত্মসাৎ করে ভয়ে ঘর থেকে বের হয়নি। আমরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে আজও তাঁরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতে পারতোনা।”
এদিকে কোচবিহার দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে এক হাত নিয়ে তিনি বলেন, এই এলাকার উন্নয়নকে স্তব্ধ করেছেন তিনি। আমরাই বিডিও-কে গ্রাম পঞ্চায়েতের কাজ কর্ম স্বাভাবিক করার কথা বলেছিলাম। মিহিরবাবু কি বললেন তাতে বিজেপির কিছু আসে যায়না, তাঁর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!