কোচবিহারে দ্বিতীয় পর্যায়ে ‘দিদিকে বলো’ কর্মসূচী শুরু করছে তৃণমূল যুব কংগ্রেস
মনিরুল হক, কোচবিহার: কোচবিহার জেলায় দ্বিতীয় পর্যায়ে ‘দিদিকে বলো’ কর্মসূচী শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। গত লোকসভা নির্বাচনে এরাজ্যে বড় রকমের ধাক্কা খাওয়ার পর ফের রাজ্যে রাজনৈতিক জমি তৈরি করতে জনসংযোগকেই হাতিয়ার করেছে তৃনমূল। এরই অঙ্গ হিসেবে গত ২৯ জুলাই থেকে রাজ্য জুড়ে শুরু হয় ‘দিদিকে বলো’ কর্মসূচী।
প্রথম পর্বে কোচবিহার জেলায় বিধায়করা এতে অংশ নেয়। এবারে দ্বিতীয় পর্যায়ে যুব তৃণমূল কংগ্রেস এই কর্মসূচীকে নিয়ে কোচবিহারে পথে নামছে। জেলার ১৮ টি সাংগঠনিক ব্লক এলাকায় এই কর্মসূচী শুরু হবে। এইদিনই কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচী রূপায়ন করবেন। বৃহস্পতিবার, তাঁর নিজস্ব কার্যালয়ে একথা ঘোষণা করেন পার্থ বাবু। ৭টি ধাপে এই কর্মসূচী সংগঠিত হবে। এরমধ্যে রয়েছে দলীয় কর্মীর বাড়িতে যাপন। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে দলীয় কর্মী সমর্থকদের সাথে জনসংযোগও করবেন তিনি।
এইদিন তিনি বলেন,“দলীয় নেতৃত্ব ও স্থানীয় বিধায়কের সাথে কথা বলে কর্মসূচী গ্রহণ করবেন দায়িত্ব প্রাপ্ত যুব নেতারা।”