পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে ওভারলোডেড গাড়ি খালি করানোর অভিযোগ
Read Time:45 Second
পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে ওভারলোডেড গাড়ি খালি করানোর অভিযোগ।বুধবার সাদপুর এলাকায় দিল্লি রোডের উপর বালি বোঝাই ওভারলোডেড গাড়ি ঢুকে পড়ায় বিপত্তি।এলাকার জলের পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ে রাস্তা।সৃষ্টি হয় ব্যাপক যানজট,যানজটে আটকে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা।মাধ্যমিক পরীক্ষার দিন এলাকায় এই গাড়ি ঢোকার অনুমতি পুলিশ কেন দিলো প্রশ্ন তুলেছে এলাকার মানুষ।পরে পুলিশ এসে গাড়িটিকে আটক করেছে।