অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২টি দোকান
Read Time:1 Minute, 21 Second
নিউজ ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ২টি দোকান। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের মার্ডার মোড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৪টা নাগাদ প্রথমে একটি মোবাইলের দোকানে আগুন লাগে। দুর্ঘটনার সময় দোকান মালিক বিপুল দাস দোকানেই ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ পেয়ে তাঁর ঘুম ভাঙে। অগ্নিকাণ্ডে তাঁর প্রায় দেড় লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি বিপুল দাসের। এর পাশাপাশি ওই ঘটনায় ক্ষতি হয় একটি সেলুন দোকানেরও। খবর পেয়ে শিলিগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে দমকল সূত্রে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।