চলতি বছরের শেষে আসানসোল পৌরসভা নির্বাচনের দামামা বেজে উঠবে তারপর আগামী বছর বিধানসভা নির্বাচন
Read Time:1 Minute, 9 Second
চলতি বছরের শেষে আসানসোল পৌরসভা নির্বাচনের দামামা বেজে উঠবে তারপর আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই এই সময়টি প্রত্যেক রাজনৈতিক দলের কাছে খুবই গুরুত্বপুর্ণ। কোনো দলই তাদের প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না। এরই অঙ্গস্বরুপ শনিবার আসানসোলের এস বি গড়াই রোড সংলগ্ন এক প্রেক্ষাগৃহে তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মশালার আয়োজন করা হয়। এটি বুথ ভিত্তিক কর্মশালা ছিল যেখানে তৃণমুল স্তরে দলকে কিভাবে পৌঁছন যায় কিভাবে মানুষের সাথে দৈনিক যোগাযোগ আরও বাড়ানো যায় সেই নিয়ে আলোচনা করা হয়। রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী এবং আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক কর্মশালায় উপস্থিত ছিলেন। তিনি আগত বুথ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেন