মুজিববর্ষকে স্মরণীয় করতে বাংলাদেশে আসতে চলেছে ২০০ টাকার নোট
Read Time:56 Second
নিউজ ডেস্ক : মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এক অভিনব উদ্যোগ নিল বাংলাদেশ। বাংলাদেশে প্রথমবারের জন্য আসতে চলেছে ২০০ টাকার নোট। জানা গিয়েছে, মার্চ মাসে ব্যাঙ্ক বাজারে ২০০ টাকা নতুন নোট ছাড়া হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিচালক ও মূখপাত্র জানান, জাতির পিতার জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, ২০০ টাকার নোটের উপর ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা থাকবে। তবে ২০২১ সাল থেকে যে নোট গুলি ছাড়া হবে তাতে আর তা লেখা থাকবে না।