কানাইপুরে পুকুরে পচা গলা মৃতদেহ উদ্ধার
Read Time:1 Minute, 0 Second
কানাইপুরে পুকুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার।রবিবার সকালে কনাইপুর অটো স্ট্যান্ড এলাকায় একটি পুকুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষ।পাশেই রয়েছে মদের কাউন্টার।পুকুর পুরো ঘেরা কিভাবে মৃত দেহটি পুকুরে এলো সেটা নিয়ে উঠছে প্রশ্ন।খবর দেওয়া হয় কনাইপুর পুলিশ ফাঁড়িতে।ঘটনাস্থলে আসে কনাইপুর ফাঁড়ির পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান দেহটি অনেকদিন আগের পুরো পচে গেছে দেহটি।মৃতদেহটি কার সেটা জানার চেষ্টা করছে পুলিশ।দেহটি অন্য জায়গা থেকে এনে পুকুরে ফেলা হয়েছে বলে জানাচ্ছে এলাকার মানুষ।