পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তোলা তরুনীর মাথার দাম ১০ লক্ষ টাকা
Read Time:1 Minute, 6 Second
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে AIMIM-এর পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। আসাদুদ্দিন ওয়াইসির ওই সভায় “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান তোলে অমূল্য লিয়না নামে এক তরুণী। এরপরই ওই তরুণীকে দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এদিকে শ্রীরাম সেনা নামে এক হিন্দু সংগঠন অমূল্যর মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা। এ ব্যাপারে একটি ভিডিও ভাইরালও হয়েছে। সেখানে দেখা গেছে, শ্রীরাম সেনার এক কর্মী সঞ্জীব মারদি অমূল্যকে মুক্তি না দেওয়ার জন্য কর্ণাটক সরকারের কাছে আবেদন জানাচ্ছেন। শুধু তাই নয়, পাশাপাশি তিনি এও বলছেন, “অমূল্য ছাড়া পেলেই তাঁকে হত্যা করা হবে”।