শ্রীরামকৃষ্ণের 185 তম জন্মতিথি উপলক্ষে বিরাট শোভাযাত্রা কলকাতায়
শ্রীমা সারদার ইচ্ছায় 1920 কুড়ি সালের 17 ই নভেম্বর কালীঘাটের সন্নিকটে গঙ্গার তীরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রামকৃষ্ণ মঠ,গদাধর আশ্রম গড়ে ওঠে। দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী এই আশ্রমের শতবর্ষের আলোকে এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 185 তম জন্মতিথি উপলক্ষে এক বিরাট শোভাযাত্রা বেরোলো দক্ষিণ কলকাতায়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গদাধর আশ্রম থেকে শুরু করে বর্ণাঢ্য শোভাযাত্রা হাজরা রোড হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ফের আশ্রমে এসে শেষ হয় ।শোভাযাত্রার শুরুতে ছিল রথ ।স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষরাও শ্রী রামকৃষ্ণ ও মা সারদার বিভিন্ন বাণী লেখা পোস্টার নিয়ে শোভাযাত্রায় পা মেলান।
আশ্রমের অধ্যক্ষ স্বামী অমলাত্মানন্দ মহারাজ বলেন,2020 সালের 17 নভেম্বর আশ্রমের শতবর্ষের পূর্তি অনুষ্ঠান হবে। তার আগে এই শোভাযাত্রার মাধ্যমে তারা শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদার আদর্শ ও বানী সাধারণ মানুষের মধ্যে আরও বেশি ছড়িয়ে দিতে চান।