মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ ছাত্রী
Read Time:1 Minute, 12 Second
মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ ছাত্রী। হসপিটালের সুপারের প্রচেষ্টায় হসপিটালের বেডে বসেই অঙ্ক পরীক্ষা দিলো ছাত্রী। বারাকপুর জাফরপুর চড়কতলা হাই স্কুলের ছাত্রী পায়েল দত্তের পরীক্ষার সিট পড়েছিলো পলতা শান্তিনগর হাই স্কুলে। পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়লে স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিয়ে আসেন বি এন বোস মহকুমা হসপিটালে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা দেখে তাকে হসপিটালে ভর্তির পরামর্শ দেন। এরপর হসপিটালের সুপার পায়েলের সাথে কথা বলে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। হসপিটালে বসে পরীক্ষা দিতে পারায় খুশী পায়েল।
বাইট পায়েল দত্ত অসুস্থ ছাত্রী
ডাঃ সুদীপ্ত ভট্যাচার্য সুপার বি এন বোস
শুক্লা দত্ত পরীক্ষক