মেট্রোর কাজ শুরু, ফের ফাটল ধরল বউবাজারে
Read Time:1 Minute, 15 Second
নিউজ ডেস্ক : আবার শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। কিন্তু শুরুতেই সেই সমস্যা। ফের দেখা দিল ফাটল। বৌবাজারের চৈতন্য সেন লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে বৃহস্পতিবার। এ বিষয়ে এলাকাবাসির অভিযোগ, মাটির নীচে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হওয়া মাত্রই এলাকার পরপর চারটি বাড়িতে ফাটল ধরেছে, খসে পড়েছে চাঙড়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি তড়িঘড়ি কলকাতা মেট্রো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফাটল পরীক্ষা করে কর্তৃপক্ষ। এ ব্যাপারে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে যে, ফাটলগুলি সরু এবং গুরুতর নয়। তবে কেএমআরসিএল-এর তরফ থেকে এই ফাটলগুলি সারিয়ে দেওয়া হবে বলে।