এবার থেকে প্রতি মাসে রাজ্যে আসবেন অমিত শাহ
Read Time:59 Second
নিউজ ডেস্ক : দোঁড় গোড়ায় পৌরসভা নির্বাচন। তারপরই বিধানসভা। তৃণমূলকে ধরাশায়ী করতে আদাজল খেয়ে তাই মাঠে নেমে পড়েছে বিজেপি। বাংলাকে পাখির চোখ করে এবার থেকে প্রতি মাসে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৭ সাল থেকে যে পরিকল্পনা নিয়ে বিজেপি এ রাজ্যে এগিয়েছে, ২০১৯ সালে তা সফল হয়েছে। দলীয় নেতাদের আশ্বাস দিয়ে তিনি বলেন, সংগঠনকে সুদূঢ় করার জন্য এবার থেকে প্রতি মাসে একবার করে রাজ্যে আসবেন তিনি।