দিল্লির হিংসার জন্য দায়ী বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্য: অধীর
নিউজ ডেস্ক : দিল্লিতে জ্বলছে হিংসার আগুন। এই আগুনের লেলিহান শিখায় এ পর্যন্ত প্রান দিতে হয়েছে ৪৭ জনকে। আর এই চরম উত্তপ্ত পরিস্থিতির জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে। দিল্লির সংঘর্ষের জন্য শাসক দল বিজেপি, কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সোমবার তিনি বলেন, “সরকার, শাসক দল এবং লাগাতার ‘গোলি মারোর’ মতো উস্কানিমূলক বক্তব্যই এই ঘটনার জন্য দায়ী। এই স্লোগান এখন দিল্লি থেকে কলকাতাতেও চলে এসেছে। দেশের এই অবস্থাই কি আমরা চাই? এটাই কি ‘আচ্ছে দিন?” পাশাপাশি ক্ষোভের সঙ্গে কেন্দ্রকে নিশানা করে তিনি দাবি করেন যে, “এই ধরণের ঘটনা ঘটছে স্বরাষ্ট্র মন্ত্রীর অযোগ্যতার কারণে এবং এই সহিংসতা বিশ্বের দরবারে ভারতের নামকে কলঙ্কিত করছে।”