এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Read Time:1 Minute, 4 Second
নিউজ ডেস্ক : উদ্বোধন হল অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলার। বুধবার বাংলাদেশের ঢাকা ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়। ৯ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছাড়াও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে শেখ হাসিনা জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২০ প্রদান করেন।শজানা গিয়েছে, এ বছর দুজন মহিলা ও তিনজন পুরুষ উদ্যোক্তা এই পুরস্কার পেয়েছেন। তাঁদের হাতে ১ লাখ টাকা ও শংসাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।