এনআরসি চাইলেও নিজের কাছে কোনও নথি নেই হরিয়ানার মুখ্যমন্ত্রীর, দাবি আরটিআই-এর
নিউজ ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে নাজেহাল গোটা দেশবাসী। নাগরিকত্বের উপযুক্ত প্রমান দিতে না পারলে ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে। এই আতঙ্কে ইতিমধ্যেই অনেকেরই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কিন্তু রাষ্ট্রনায়ক এবং নেতা-মন্ত্রীদের কাছে আদৌ এ ব্যাপারে কোনও নথিপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে RTI-এর দ্বারস্থ হয়েছেন অনেকেই। আর তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য।
জানা গিয়েছে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নাগরিকত্ব প্রমাণের নথিপত্র ঠিকঠাক রয়েছে কি না, তা জানার জন্য RTI-এর কাছে আবেদন করা হয়। আবেদন করেন পানিপথের বাসিন্দা সমাজকর্মী পি পি কাপুর। উত্তরে RTI জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরেরই নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট নথিপত্র নেই।
বলা বাহুল্য, মাস কয়েক আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি অসমের মতো হরিয়ানাতেও এনআরসি চালু করব”। কয়েক মাস যেতে না যেতেই সামনে এল এমন চাঞ্চল্যকর তথ্য।