প্রেসিডেন্সির পড়ুয়াদের প্রায় ১৭ ঘন্টা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত কলেজস্ট্রিট-এমজি রোডে
নিউজ ডেস্ক : হোস্টেল সহ একাধিক বিষয়ে সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু একমাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। উপায় না পেয়ে হিন্দু হস্টেলের দাবিতে অবশেষে কলেজস্ট্রিট চত্বর এবং এমজি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র ছাত্রীরা। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে পথ অবরোধ। প্রায় ১৭ ঘণ্টা ধরে বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নাজেহাল নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারন মানুষ। নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকারা আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন। এরপরই ওই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় দিয়েছে। তবে পাশাপাশি তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি না মানা হলে ফের অবরোধের পথ বেছে নেবেন তাঁরা।