ইয়েস ব্যাঙ্কে পুরীর মন্দিরের টাকা, সমস্যায় কর্তৃপক্ষ
নিউজ ডেস্ক : মূলধনের সমস্যা এবং বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাঙ্ক। সম্প্রতি ইয়েস ব্যাঙ্কের উপর বিধিনিষেধ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর নির্দেশ অনুসারে আমানতকারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫ মার্চ এর পর থেকে একমাসে ৫০,০০০ টাকার বেশি তুলতে পারবেন না। এদিকে এই ব্যাঙ্কেই জমা রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ৫৪৫ কোটি টাকা।
ফলে আপাতত সেই টাকা তুলতে পারবে না মন্দির কর্তৃপক্ষ। এমনটাই জানা গিয়েছে। এই নির্দেশ জারির পরই পুরীর জগন্নাথ মন্দিরের বিরোধী দল এবং পরিবেশনকারীরা রীতিমতো আশঙ্কায় ইয়েস ব্যাঙ্কে মন্দিরের ৫৪৫ কোটি টাকা জমা রাখা নিয়ে। ঘটনাকে কেন্দ্র করে নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন রাজ্য সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। যদিও সমস্ত উদ্বেগ দূর করেন ওড়িশার আইনমন্ত্রী প্রতাপ জেনা। তিনি বলেন যে, এই অর্থ সঞ্চয়ী অ্যাকাউন্টে নয়, স্থির আমানত হিসাবে ব্যাঙ্কে জমা রয়েছে।