পুলওয়ামা কান্ডের ঘটনায় ধৃত আরও ২
Read Time:1 Minute, 14 Second
নিউজ ডেস্ক : পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করা হল। শুক্রবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তাদের গ্রেফতার করেছে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল জাতীয় তদন্তকারী দল ও গোয়েন্দারা। অবশেষে শ্রীনগরের বাঘে মেহতাব এলাকা থেকে গ্রেফতার করে ওয়াইজ উল ইসলাম (২৯) ও মহম্মদ আব্বাস রাথের’কে (৩২)।
গোয়েন্দা দফতর সূত্রে খবর, জেরার মুখে ধৃতরা পুলওয়ামাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শুধু তাই নয়, পাশাপাশি তারা এও জানিয়েছে যে, ওই হামলায় ব্যবহারকারী বিস্ফোরক আইইডি তৈরির জন্য রাসায়নিক অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল। শনিবার জম্মুর বিশেষ এনআইএ আদালতে ধৃতদের তোলা হবে বলে জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।