আজ আন্তর্জাতিক নারী দিবস, বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দিনটি
অপর্ণা দাস : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। মূলত লিঙ্গ বৈষম্যকে দূরে রাখতেই নারীদের এই মর্যাদা প্রদান করা হয়। আর তাই রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ভাবে কৃতিত্ব প্রদান করার জন্য বিশ্বেজুড়ে প্রতি বছর সাড়ম্বরে পালন করা হয় নারী দিবস।
ইতিহাস বলছে, ২৮ ফেব্রুয়ারি ১৯০৯ সালে আমেরিকায় প্রথমবার এই দিনটি পালন করা হয়। এরপর ১৯৯০ সালে সোশালিস্ট ইন্টারন্যাশনালের কোপেনহেগেন সন্মেলনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে গণ্য করা হয়। একজন নারী ছাড়া পৃথিবীর কোন ব্যক্তিই জীবন সুন্দর এবং স্বাভাবিক হতে পারে না। এমনটাই দাবি বিজ্ঞ মহলের একাংশের। নারী জাতির আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক উপলব্ধি, তাদের অধিকার ও গুরুত্বের কথা তুলে ধরতেই এই দিনটিকে সাড়ম্বরে পালন করা হয় বিশ্বজুড়ে।
বিশ্বের নানা প্রান্তে এই উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক মহল থেকে নারীদের উদ্দেশ্যে একের পর এক আসছে শুভেচ্ছা বার্তা।