আন্তর্জাতিক নারী দিবসে কোন্নগরে মা সারোদা হাসপাতালে র পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।
সুমন করাতি(হুগলি): ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে ও দোল উৎসব উপলক্ষে অন্যবারের কোন্নগরের মা সারাদা হাসপাতালে র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও ই,সি,জি, ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড, পরীক্ষা করা হয়। এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হাসপাতাল প্রাঙ্গণে। হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন। এই মা সারাদা হাসপাতাল সবসময় এলাকার দুস্থদের চিকিৎসার জন্য সবসময় এগিয়ে আসে। প্রায় শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ডক্টর শোভন চ্যাটার্জি বলেন। সমগ্র বিশ্বে নারীরা সর্বস্তরে এগিয়ে আছেন। তাদের সাংসারিক কাজকর্ম ও বাইরের কাজের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন।শ্রদ্ধা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নারীদের যে অবদান ভোলার নয়।নারীদের অভ্যন্তরীণ কাজ ছাড়াও তারা প্রশাসনিক সহ নানা কাজ করেন,। সেই জন্য আমরা গর্বিত। নারীরা মায়ের জাত। 2 এর সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে কাজ করছেন উদাহরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মা সারাদা হাসপাতালের পক্ষ থেকে সমগ্র নারীদের অভিবাদন ও কুর্নিশ জানাই। সম্বর্ধনা দেওয়া হয় বিশিষ্ট চিকিৎসক মৌসুমী মিত্রকে,বিশিষ্ট সমাজসেবী প্রজাপতি চট্টোপাধ্যায় কে, ও চুঁচুড়ার পুলিশ কমিশনার ও বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন কবিরকে আইপিএস সম্বর্ধনা দেওয়া হয়। চান্দন্নগর ডুপ্লেক্স কলেজের ছাত্রী কেমিস্ট্রিতে অনার্স সংযুক্ত ব্যানার্জিকে ও সংবর্ধনা দেওয়া হয়।