খারিজ হল প্রশান্ত কিশোরের জামিনের আবেদন
Read Time:50 Second
নিউজ ডেস্ক : খারিজ হয়ে গেল তৃনমুলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের জামিনের আর্জি। শনিবার ওই আর্জি খারিজ করল পাটনার একটি আদালত। সম্প্রতি প্রশান্ত কিশোর এবং তাঁর কর্মীর বিরুদ্ধে কন্টেন্ট চুরির অভিযোগ উঠেছিল। অভিযোগ করেছিলেন শাশ্বত গৌতম নামে এক ব্যক্তি। এদিন সেই শুনানি চলছিল। আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন পিকে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সিটি কোর্ট সেই আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে বলে জানা গিয়েছে।