কতটা গুরুতর অশ্বিনের চোট

0 0
Read Time:4 Minute, 35 Second

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ফের চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। বুমরাহ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরা আগেই ছিটকে গিয়েছেন চোটের জন্য। এবার নতুন করে উদ্বেগ তৈরি হল রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে শেষ মুহুর্তে ছিটকে যান অশ্বিন। পিঠে চোটের(ব্যাক স্প্যাজম) কারনেই আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেনি তামিল এই স্পিনার।

টসের সময় রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন জানান, শেষ মিনিটে অশ্বিন পিঠে চোট পান, যার ফলে তিনি ম্যাচে নামতে পারেননি। পিঠে চোট বরাবরই গুরুতর। এর আগেই পিঠের চোট বেশ ভুগিয়েছে ভারতীয় দলের এই তারকা স্পিনারকে।

অশ্বিনের চোটের অবস্থা কতটা গুরুতর তা এখনও প্রকাশ্যে আসেনি। তিনি কতদিনে সুস্থ হবেন সেটাও জানানো হয়নি রাজস্থ্যান রয়্যাসলের পক্ষ থেকে। যেহেতু এটাই ছিল রাজস্থানের শেষ ম্যাচ এবং তাদের প্লে অফে যাওয়ার সম্ভবনা প্রায় নেই, অশ্বিনের চিকিৎসার বিষয়টি দেখবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এরআগে কেএল রাহুল বা জয়দেব উনাদকাটের ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেয় বিসিসিআই। প্রয়োজনে অশ্বিনকে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হতে পারে।

ইংল্যান্ডের মাটিতে খেলা হলেও অশ্বিন অত্যন্ত নির্ভরযোগ্য টিম ইন্ডিয়ার জন্য।ভারতীয় দলের হয়ে ৯২টি টেস্ট খেলা অশ্বিন ৪৭৪টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে পাঁচটি শতরানও আছে। টেস্ট ক্রিকেটে এখন আর অশ্বিনকে নিয়মিত ভারতীয় দলে দেখা না গেলেও লাল বলের ক্রিকেটে বড় ভরসা তিনি। ফলে তাঁর চোট কিন্তু কপালে চিন্তার ভাঁজকে আরও চওড়া করেছে টিম ম্যানেজমেন্টের।

এরআগে অস্ট্রেলিয়া সফরেও টেস্ট সিরিজে পিঠে চোটের কারনে ম্যাচ খেলতে পারেননি অশ্বিন। ফলে পুরানো ব্যাথা আবার ফিরে এলে সমস্যার মুখে পড়তে হবে টিম ইন্ডিয়ার অফ স্পিনারকে। একইসঙ্গে যা মাথা ব্যাথার কারণ হবে টিম ম্যানেজমেন্টের জন্যও।

বিসিসিআই খবর, কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডে উড়ে যাবেন কোচ সাপোর্ট স্টাফরা। আইপিএলের প্লে-অফে যাওয়া দলের যে সব ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে রয়েছে, তাদের বাদ দিয়ে বাকিদের নিয়ে তিনি রওনা দেবেন দলের ম্যানেজার।

একেবারে সবার শেষে যাবেন আইপিএলের ফাইনালে ওঠা দলগুলির ক্রিকেটাররা। আগামী ২৮ মে আইপিএলের ফাইনাল। সেই ফাইনাল ম্যাচ হয়ে গেলেই ৩০ মে ভারত ছাড়বেন ক্রিকেটাররা। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মতো মানসিক দিক থেকে প্রস্ততিও নিয়ে ফেলেছেন ক্রিকেটাররা।

ইতিমধ্যেই সেই ফাইনালের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। ৭-১১ জুলাই ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে এই ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!