গত লোকসভা ভোটের পর তৃণমূলের হাতে থাকা একটি ক্লাব বিজিপি দখল
Read Time:1 Minute, 14 Second
গত লোকসভা ভোটের পর তৃণমূলের হাতে থাকা একটি ক্লাব বিজিপি দখল করে দখল করার পর সেই ক্লাবে কোন তৃণমূল কংগ্রেসের সমথকদের কে ঢুকতে দিত না বিজিপি সমথকরা তৃণমূল কংগ্রেস মিছিল করে ক্লাব পুনরুদ্ধার করলো ।
দেগঙ্গার বেড়াচাঁপা-২ পঞ্চায়েতের যাদবপুর গ্ৰামের বিবেকানন্দ সংঘ দখল করে রেখেছিলো বিজেপি। তৃণমূলের সমর্থকদের প্রবেশের অধিকার ছিলো না ক্লাবে এমনকি ক্লাব ময়দানে ঢুকতে দেওয়া হতো না তৃণমূলের সর্মথকদের। গতকাল রাত বিজেপির দখলে থাকা সেই ক্লাব স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগিয়ে পুনঃ দখল করে।দেগঙ্গার বিজেপি নেতৃত্ব দখলের কথা অস্বীকার করে তৃণমূল ঐ এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেন বিজিপি এলাকায় চাপা উত্তেজনা