পুরভোট নিয়ে সোমবার সর্বদলীয় বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের
Read Time:1 Minute, 1 Second
নিউজ ডেস্ক : আসন্ন পুরভোট উপলক্ষে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। ভোট উপলক্ষে সোমবার সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, কলকাতা-হাওড়ায় ভোটে পারে এপ্রিলে। তাই তার আগে রাজ্য নির্বাচন কমিশন আগামী সোমবার বেলা ৩ টে ১০ মিনিটে রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডেকেছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি ছাড়াও জাতীয় কংগ্রেস, সমাজবাদী পার্টি, আর.এস.পি, সিপিআই, সিপিআইএম সহ আরও একাধিক রাজনৈতিক দলকে বৈঠকে ডাকা হয়েছে। প্রতি দল থেকে দু’জনকে ওই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।