ভোটের মুখেও তৃণমূলের জেলা কার্যালয় অনিয়মিত খোলার অভিযোগ
Read Time:1 Minute, 23 Second
নিউজ ডেস্ক : পুরভোট আসন্ন। অথচ রাজ্যের শাসকদল হওয়া সত্ত্বেও শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খোলার লোক নেই বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্য এই কথা অস্বীকার করে তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, “পার্টি অফিস নিয়মিত খোলা হয়। সেখানে নেতা-কর্মীরা বসেন। আমিও সুযোগ পেলেই অফিসে যাই। অফিস বন্ধ থাকার কথা নয়।”
দলীয় সূত্রে খবর, প্রতিদিন নিয়ম করে দুবেলা জেলা কার্যালয় খোলা এবং বন্ধের জন্য দলের দু’জন নেতাকে দায়িত্ব দেওয়া রয়েছে। এছাড়া একজন সাফাইকর্মীও রয়েছেন। কিন্তু তারপরেও নিয়মিত দলীয় কার্যালয় খুলছে না। শুক্রবারও ওই একই দৃশ্য। এমনই অভিযোগ দলের একাংশের। এ ব্যাপারে তাঁরা জানান, অনিয়মিতভাবে পার্টি অফিস খোলা হয়। সেই কারণে কেউই বৈঠকে ডাক না পেলে সেখানে যান না।