করোনা আতঙ্কের জেরে সোমবার থেকে রাজ্যে সমস্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশ
Read Time:1 Minute, 4 Second
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে শুধুই করোনা আতঙ্ক। ভারতেও ধীরে ধীরে ধীরে বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। প্রতি মুহূর্তে মানুষ তটস্থ হয়ে রয়েছেন কখন কার উপর থাবা বসাবে মারনমুখী করোনা। প্রশাসনের পক্ষ থেকে নানান সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার এই আতঙ্কের জেরে আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হবে। এমনটাই নির্দেশ দিল রাজ্য সরকার।
শনিবার এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসা। তবে সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে বলে জানা গিয়েছে।