ফের চাঁচল ১ ব্লকে কোরোনা সংক্রমণ ধরা পড়ল৷

0 0
Read Time:2 Minute, 31 Second

চাঁচল, ১০ জুন : গতকাল এই ব্লকের দুই বাসিন্দার লালারসে কোরোনার জীবাণু পাওয়া গিয়েছে৷ আক্রান্তদের আজ হরিশ্চন্দ্রপুর কোরোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে৷ সেখানে তাদের চিকিৎসাও শুরু হয়েছে৷ এনিয়ে চাঁচল ১ ব্লকে মোট চারজন কোরোনা সংক্রামিতের সন্ধান মিলল৷ জেলায় মোট সংক্রামিতের সংখ্যা ২৩২৷ তবে আক্রান্তদের মধ্যে প্রায় ১০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে৷
গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যে লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে দুটি নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে৷ এই দুজনই চাঁচল ১ ব্লকের বাসিন্দা৷ একজনের বাড়ি শিহিপুর এলাকায়, আরেকজন বৈরগাছি এলাকার বাসিন্দা৷ দুজনেই ভিনরাজ্য ফেরত শ্রমিক৷ শিহিপুরের যুবক উত্তরপ্রদেশ থেকে ফিরে এসেছিল, বৈরগাছি এলাকার আক্রান্ত যুবক ফিরেছিল মহারাষ্ট্র থেকে৷ এলাকায় ফেরার পর তারা সরকারি নির্দেশ মেনে ১৪ দিন সরকারি কোয়ারান্টিন সেন্টারে কাটায়৷ ৪ দিন আগে তারা সেন্টার থেকে ঘরে ফিরেছিল৷ সেন্টারে থাকাকালীনই তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়৷
ঘরে ফেরার পর এই দুই যুবক গোটা চাঁচল চষে বেড়িয়েছে বলে জানা যাচ্ছে৷ এই সময়ের মধ্যে তারা কতজনের সংস্পর্শে এসেছে, তার হিসাব পাওয়া কঠিন৷ তার উপর এই দুই আক্রান্তেরই কোরোনার কোনও উপসর্গ নেই৷ ফলে তারা যে এই ভাইরাসের শিকার, বাইরে থেকে বোঝার ক্ষমতাও নেই কারোর৷ এই পরিস্থিতিতে একদিকে যেমন প্রশাসনের ঘুম উড়েছে, তেমনই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা চাঁচল এলাকায়৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!