শিক্ষক দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন প্রশিক্ষণরত হবু শিক্ষকদের
ধ্রুবজ্যোতি মহন্ত(দক্ষিণ দিনাজপুর)- খুব ছোটবেলা স্কুল কলেজের জীবন থেকেই আমরা প্রত্যেকেই আজকের বিশেষ দিনটি সম্পর্কে পরিচিত। 5th সেপ্টেম্বর। ক্যালেন্ডারে লাল দাগ না থাকলেও আমাদের মনে দাগ কেটে গেছে শৈশব থেকেই। ‘শিক্ষক’ শব্দের মানে বোঝার ঢের আগে থেকেই রঙিন কাগজ, বেলুন আর রাশি রাশি চকোলেট দিয়ে দিনটার ছবি এঁকে রেখেছি মনের মণিকোঠায়। শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। হ্যাঁ, দেশের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। দক্ষ কূটনৈতিক, জ্ঞানী পণ্ডিত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। এই এত পরিচয়ের পরেও অসম্পূর্ণ থেকে যায় তাঁর পরিচয়। এই সব পরিচয় বাদ দিয়েও শেষ পর্যন্ত যে কারণে মনে রাখা যায় তাঁকে, তা হলো শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও সরাম্বরে পালিত হলো আজকের দিনটি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাউল অঞ্চলের ” বিদ্যেস্বরি টিচার্স ট্রেনিং “কলেজর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী রা এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো। শিক্ষক দিবসের দিনে তাদের এই মহান প্রয়াস সত্যিই প্রশংসনীয় হয়ে থাকবে আগামী প্রজন্মের শিক্ষার্থী দের কাছে।