বলিউডের ৮ অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হল বিহার আদালতে

1 0
Read Time:3 Minute, 3 Second

নিউজ ডেস্ক: রবিবার অর্থাৎ ১৪ তারিখ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেন। তার পরিবারের তার পরিবারের মানুষরা মনে করেন যে আত্মহত্যা হয়তো সুশান্ত সিং রাজপুত করেছিলেন ঠিকই, কিন্তু এই আত্মহত্যা করানো হয়েছিল। এরপর এই বলিউডের বেশ কিছু পরিচালক অভিনেতা-অভিনেত্রী সুশান্ত সিং রাজপুত এর বিরুদ্ধে এমন কিছু কথা সোশ্যাল মিডিয়ায় বলে যার ফলে সারাদেশ রাগে ক্ষোভে ফেটে পড়ে। এর মধ্যে রয়েছেন আলিয়া ভাট, করন জোহর, সঞ্জয় লীলা বানসালি, এক্তা কাপুর এবং বেশকিছু পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা। প্রসঙ্গত বলে রাখা দরকার এই অভিনেতা সুশান্ত সিং রাজপুত বলিউডে যে জায়গাটি নিজের করেছিল তার পেছনে তার কোন বড় হাত বা অভিনেতার সাপোর্ট ছিল না। এমনকি তিনি কোনও স্টারের সন্তান নন। কিন্তু বর্তমানে বলিউডের বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী দেখতে গেলে স্টার কিড। অর্থাৎ যেমন ঋষি কাপুরের ছেলে রনবির কাপুর, মুকেশ ভাটের মেয়ে আলিয়া ভাট, অনিল কাপুরের মেয়ে সনাম কাপুর, অমিতাভ বচ্চনের ছেলে অভিশেক বাচ্চান। যারা নিজের দক্ষতায় নয়, নিজেদের পরিবারের নাম কিনে বলিউডে জায়গা করেছেন। কিন্তু অন্য দিকে নিজের দক্ষতার বলিউডের জায়গা করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। আর সেই সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বাজে কথা বলেন এই বলিউড। যার কারণে দেশের বেশিরভাগ মানুষই বর্তমানে বয়কট করেছে এসব অভিনেতা-অভিনেত্রীর সিনেমা। অভিনেতা-অভিনেত্রীদের এবং সঙ্গে কিছু পরিচালকদেরও। এরপরই একজন আইনজীবী ৮ অভিনেতা অভিনেত্রী ও পরিচালকের বিরুদ্ধে বিহারের মুজাফ্ফরপুর একটি আদালতে ভারতীয় দণ্ডবিধির ৩০৬,১০৯,৫০৪,৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। আইনজীবী জানিয়েছেন যে, সাতটি সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয় এই অভিনেতাকে। এমনকি তার কয়েকটি সিনেমা নাকি মুক্তি পায়নি। এমন পরিস্থিতি তৈরী করা হয় যার ফলে অভিনেতা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!