ভারতের ১৭ টি জায়গায় সেরাম ইনস্টিটিউট শুরু করবে ট্রায়াল

0 0
Read Time:3 Minute, 1 Second

নিউজ ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে ভারতে। ভারতে এই ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইতিমধ্যে সেই প্রক্রিয়া চালু করেছে। চলতি মাসের শুরুতেই এই কাজ শুরু করার সবুজ সংকেত দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। এর জন্য দেশের বিভিন্ন প্রান্তের ১৭ টি জায়গা চিহ্নিত করেছে সেরাম ইনস্টিটিউট।

এগুলি হল বিশাখাপত্তনমের অন্ধ্র মেডিকেল কলেজ, মহীশুরের j.s.s. অ্যাক্যাডেমি অফ হায়ার এডুকেশন এন্ড রিসার্চ, মুম্বাইয়ের শেঠ জিএস মেডিকেল কলেজ ও কেইএম হাসপাতাল, ভাদুতে কেইএম্ রিসার্চ সেন্টার, পুনেতে বিজে মেডিকেল কলেজ ও সাসুন জেনারেল হাসপাতাল, যোধপুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স, পাটনাতে রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, কলকাতাতে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পুনেতে ভারতী বিদ্যাপীঠ ডিমড ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, পুনেতে জেহাঙ্গীর হাসপাতাল, দিল্লিতে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, গোরক্ষপুর আইসিএমআর রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার, মুম্বাই এ টিএন মেডিকেল কলেজ ও বিওয়াইএল নায়ার হাসপাতাল, সেবা গ্রামের মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, নাগপুরে গভমেন্ট মেডিকেল কলেজ, চেন্নাইয়ে ইনস্টিটিউট অফ কমিউনিটি মেডিসিন।

এই ভ্যাকসিনের ট্রায়ালের জন্য প্রায় ১৬০০ জন অংশ নেবেন। যাদের মধ্যে ৪০০ জন অংশ নেবেন ইমিউনটিসিটি কোহরট। ১২০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেবেন সেফটি কহোরট। প্রত্যেকে চার সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৯ দিনের মাথায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!