পাকিস্তানে ৫৪ জন সাংবাদিক গ্রেফতার

0 0
Read Time:2 Minute, 10 Second

নিউজ ডেস্ক (পূবালী অধিকারী): গত কয়েকদিনে পাকিস্তান গ্রেফতার হয়েছে ৫৪ জন সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া অ‍্যাক্টিভিস্ট পাকিস্তানি সংবাদ সূত্রে খবর।বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে অবিলম্বে যাতে মামলা তুলে নেওয়া হয়।ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট জানিয়েছেন পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সির দাবি ৫৪ জন সাংবাদিকের বিরুদ্ধে তাদের কাছে উপযুক্ত তথ্য-প্রমাণ আছে। তারা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকদের মধ্যে অন্যতম মুর্তাজা সোলাং এ প্রসঙ্গে বলেন ” সংবিধান আমাদের বাক স্বাধীনতা দিয়েছে সুতরাং কোনমতেই আমরা ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করব না”।সাংবাদিকদের গ্রেপ্তারের পর পাকিস্তানের মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করেছে।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন “আমি নিশ্চিত করে বলতে চাই এদেশে কখনোই সাংবাদিকদের ওপর আক্রমণ নেমে আসবে না “। সূত্রের খবর ধৃত সাংবাদিকরা ইমরান খানের কড়া সমালোচক ছিলেন। তাদের বক্তব্য ছিল ইমরান ক্ষমতায় আসার পর এই দেশের অর্থনৈতিক সমস্যা বেড়ে গেছে। তারার দেশে সেনাবাহিনী সমালোচনা করে বলেছিলেন সেনাবাহিনীর ব্যর্থতার জন্য আন্তর্জাতিক মহলে পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!