জঙ্গলের লাগোয়া গ্রামে বারবার ঢুকছে বাঘ

0 0
Read Time:3 Minute, 48 Second

নিউজ ডেস্ক: এক সপ্তাহের মধ্যে পরপর দু’বার গ্রামে বাঘ চলে আসার ঘটনায় ঘুম ছুটেছে গ্রামবাসীদেরI তবে এবার বাঘ বাবাজি সরাসরি ঢুকে পড়েছে গৃহস্থের লাগোয়া গোয়াল ঘরেI শিকারের সন্ধানে চলে আসা বাঘের হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একটি গরুরI বাঘের গর্জনে গ্রামবাসীদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রমI খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ ও বন কর্মীরাI অন্যান্য দিনের মতোই সোমবার সন্ধ্যার পরই সুন্দরবনের জঙ্গল লাগোয়া কুলতলি ব্লকের মৈপীঠ- বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা ভীম নায়েক ও তাঁর পরিবার বাড়িতেই সাংসারিক কাজকর্ম সারছিলেন I ঠাকুরান নদীর শাখা ওরিয়েন নালা নদীর পাড় সংলগ্ন গৃহস্থের লাগোয়া গোয়াল ঘরে আচমকাই গরুর আর্তনাদ শুনতে পাওয়া যায় I কিছু একটা বিপদ ঘটেছে বুঝেই বাড়ি থেকে বেরিয়ে গোয়ালঘরে যাবার আগেই সেখান থেকে বাঘের গর্জন আসতে থাকে I স্বাভাবিকভাবেই আর বুঝতে অসুবিধে হয়নি যে , বাঘ এবার সরাসরি হানা দিয়েছে গোয়ালঘরে I এরপর বাড়ির লোকজন ঘরের ঢুকে সব দরজা জানালা বন্ধ করেই বাঘ বাঘ বলে চিৎকার শুরু করে দেয় I সেই আওয়াজ শুনেই এলাকার লোকজন তটস্থ হয়ে পড়ে I যাঁরা রাস্তার ছিল তাঁরাও প্রাণ বাঁচাতে দৌঁড়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে I সাথে সাথে গ্রামে বাঘ ঢোকার খবর স্থানীয় মৈপীঠ উপকূল থানাতে জানানো হলে দ্রুত ঘটনাস্থলের বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয়ে যান ওসি ফারুক রহমান I এদিকে লোকালয়ে বাঘ চলে আসায় তড়িঘড়ি বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কুলতলিবিট, নলগোড়া বিট,বনি ক্যাম্প বিট ও মাতলা রেঞ্জের ঝড়খালি বিটের বনকর্মীরা রাতেই সেখানে বোটে করে জাল,ঘুমপাড়ানি বন্ধুক এবং লোহার খাঁচা নিয়ে পৌঁছে যায় I ততক্ষণে বাঘটি গোয়ালঘরে থাকা গরুটিকে মেরে আশ্রয় নেয় গ্রামের ইটের রাস্তায় I এরপরই স্থানীয় লোকজনকে নিয়ে বাজি পটকা ফাটিয়ে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা শুরু হয় I কিন্তু ভয় তো দূরের কথা লোকজনের সামনেই রাস্তায় বসে বিশ্রাম নিতে দেখা যায় বাঘটিকে I চোখের সামনে বাঘ বাবাজিকে বসে থাকতে দেখে মোবাইলে সেই দুর্লভ মুহূর্ত ক্যামেরা বন্দী করতে থাকে এলাকার যুবকরা I পরে আলিপুর থেকে ঘটনাস্থলে পৌঁছে যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বনদপ্তরের এডিএফও অনুরাগ চৌধুরী I রাতে বাঘটি আশ্রয় নেয় নদীর চরে থাকা ম্যানগ্রোভের ঝোপে I সেখানে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয় বাঘটিকে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!