কংগ্রেসে যোগদানের জন্য, বিজেপি বিধায়কদের টোপ

0 0
Read Time:2 Minute, 21 Second

নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের ২৮ আসনের উপনির্বাচনের, এক্সিট পোলের ফলাফলও প্রকাশ্যে এসেছে। এক্সিট পোলের ইঙ্গিত অনুযায়ী, শিবরাজ সিং চৌহানের সরকারের আপাতত কোনও বিপদের ইঙ্গিত নেই। কিন্তু তিনি অভিযোগ এনেছেন যে, এক্সিট পোলের ফলাফল প্রকাশ্যে আসতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ নাকি বিজেপির বিধায়কদের বিভিন্ন ধরনের ‘অফার’ দিচ্ছেন কংগ্রেসে যোগদানের জন্য।

মধ্যপ্রদেশে গত ৩ নভেম্বর ২৮ আসনের নির্বাচন হয়েছে। এর উপরই নির্ভর করছে শিবরাজ সিং চৌহান সরকারের ভবিষ্যৎ। ইন্ডিয়া-টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশের ২৮ আসনের মধ্যে ১৬-১৮টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে বিরোধী কংগ্রেস পেতে পারে ১০-১২টি আসন। দৈনিক ভাস্করের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৪-১৬ আসন এবং কংগ্রেস পেতে পারে ১০-১৩ আসন। টাইমস নাও-এর সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৭ আসন। কংগ্রেস পেতে পারে ১০ আসন এবং একটি আসন পেতে পারে বিএসপি। এই সমীক্ষার ফল প্রকাশ্যে আসার পরই শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন,”কংগ্রেস এবং কমল নাথ বিজেপি বিধায়কদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কংগ্রেস ঘোড়া কেনাবেচার করলেও সেটাকে ম্যানেজমেন্ট বলে চালিয়ে দেয়। কিন্তু সত্যিটা হল, বিজেপি কখনও ঘোড়া কেনাবেচা করে না। কংগ্রেস বিধায়করা স্বেচ্ছায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। কমল নাথ যতই চেষ্টা করুন বিজেপি বিধায়করা তাঁর ডাকে সাড়ে দেবেন না। আমাদের দল আদর্শের ভিত্তিতে চলে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!