গৌরভের পর সাতপাকে বাধা পরছে সৌরভ

0 0
Read Time:1 Minute, 54 Second

নিউজ ডেস্ক (তিয়াসা ঘোষ): উত্তম কুমারের পরিবারে এবার আরও এক বিয়ে। তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের, পাত্রী অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। আগামী ২০২১ এর জানুয়ারী মাসে চার হাত এক হতে চলেছে তাদের।

চলতি ডিসেম্বরেই সাত পাকে আবদ্ধ হয়েছেন অভিনেতা গৌরভ ও তার দীর্ঘদিনের বান্ধবী দেবলীনা। এবার পালা ভাই সৌরভের। বিয়ের দিন পাত্রী অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় পরবেন , ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা লাল বেনারসী। আর রিসেপশনে এক অপরূপ সুন্দর সোনালী রঙের লেহেঙ্গায় সেজে উঠবেন তিনি। সৌরাভ বিয়ের দিন পরবেন ধুতি-পাঞ্জাবী। রিসেপশনে তিনি শেরওয়ানিতে লুক দেবেন।
বিয়ের খাওয়া দাওয়া থাকছে সম্পূর্ণ আটপৌরে বাঙালিয়ানা। চিংড়ি থেকে মটন সবই থাকছে খাবারের তালিকায়।

অভিনেতা গৌরভের বিয়ের সংগীতের অনুষ্ঠানে নাচের তালে মেতেছিলেন সৌরভ ও ত্বরিতা। শাহরুখের “চলতে চলতে” গানের তালে নেচেছিল তারা। অপরূপ নাচে সকলের প্রশংসা কুড়িয়েছে ত্বরিতা। ত্বরিতা এখন অভিনয় করছেন জিবাংলার “করুণাময়ী রানী রাসমণি” ধারাবাহিকের সারদা দেবীর মায়ের ভূমিকায়। অভিনয়ের সঙ্গে সঙ্গে নাচেও বেশ পারদর্শী ত্বরিতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!