নৌবাহিনীকে শক্তিশালী করতে উচ্চমানের রণতরী

0 0
Read Time:1 Minute, 47 Second

নিউজ ডেস্ক: দেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পথে এগিয়ে এলো গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড৷ তিন বছর ধরে ১৯ হাজার ২৯৩ কোটি অর্থের বিনিময়ে একেবারে দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এই উচ্চমানের ও অত্যাধুনিক রণতরী৷ আজ সোমবার ছিল উদ্বোধনী অনুষ্ঠান। প্রজেক্ট ১৭ আলফা নীলগিরি ক্লাসের রণতরী বা ফ্রিগেট হিমগিরির উদ্বোধন করা হল৷ উপস্থিত ছিলেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত৷

কিছুদিনের মধ্যে সরকারিভাবে এই রণতরী কমিশন করা হবে নৌবাহিনীর সঙ্গে৷ প্রজেক্ট ১৭ আলফা জাহাজে – উন্নততর অত্যাধুনিক গাইডেড মিসাইল রয়েছে৷ এটি ১৩৯ মিটার লম্বা৷ ২৮ নট বেশি গতি৷ অস্ত্র প্ল্যাটফর্মগুলিতে একটি শক্তিশালী অস্ত্র ও সেন্সর প্যাকেজ সজ্জিত রয়েছে৷ এয়ার সারফেস এবং সমুদ্রতল থেকে শত্রুপক্ষের মিসাইল ক্ষেপণাস্ত্রকে ট্রেস করে নষ্ট করতে সক্ষম হবে৷ প্রজেক্ট ১৭ আলফার এই রণতরীতে থ্রি লেয়ার্ড স্টিলথ সিটেম এ তৈরী৷ এছাড়াও দূর থেকেই শত্রুপক্ষের রাডার চিহ্নিত করতে পারবে আর সমুদ্র তল এর ১০০কিমি দূর থেকেই তা করা সম্ভব হবে৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!