কৃষি আইন কি অর্থনীতির পক্ষে সুখকর!

0 0
Read Time:2 Minute, 29 Second

নিউজ ডেস্ক: কৃষি আইনের বিরোধিতায় কৃষকেরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিল্লী হাইওয়ে জুড়ে। কেন্দ্রীয় সরকারের নানা ব্যক্তিত্ব তাদের সঙ্গে বৈঠক করেও কোনো রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

রাজনৈতিক নানা বিরোধী ব্যক্তিত্ব নানা দিক থেকে এই আইনের বিরোধিতায় কৃষকদের সমর্থন জানিয়েছেন। কিন্তু সত্যি কি এই কৃষি আইনের প্রতিটি ধারাই কৃষকদের কাছে লাভজনক নয়? আসুন দেখে নেওয়া যাক –

এই আইনের “এসেনশিয়াল কমডিটিইস অ্যাক্ট, ২০২০ “যেখানে বলা হয়েছে, যুদ্ধকালীন বা জরুরী যে কোনো পরিস্থিতি বাদে , প্রয়োজনের অতিরিক্ত ফসল মজুত রাখা যাবে। যা এত দিন কালো বাজারি হিসেবে গন্য হত তা, এই আইন অনুসারে, আইন সিদ্ধ ।

অন্যদিকে, “দ্যা ফারমারস এগ্রিমেন্ট অন প্রাইস এসুইউরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট , ২০২০” অনুসারে, এক বড় কোনো কোম্পানি কৃষকদের সঙ্গে চুক্তি করে রাখবে, তাদের চাহিদা মত ফসল ফলিয়ে দিতে হবে, তার পরিবর্তে চুক্তি অনুসারে কোম্পানি তাদের অর্থ দেবে। সেক্ষেত্রে চাষিদের আয় সুরক্ষিত হল।

অন্য আর একটি আইন হল , “ফারমারস প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স অ্যাক্ট ২০২০,” দ্বারা চাষিরা তাদের অধিকৃত অঞ্চলের বাইরে গিয়েও উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এর জন্য সরকারকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না।

এই ধারাগুলোর মধ্যে থেকে কৃষকদের আয় ও অধিকার সুরক্ষিত করা হয়েছে। প্রতিটি আইনের কিছু সুবিধা অসুবিধার মতই এই আইনেরও ভাল-খারাপ দিক আছে। তবে অর্থনৈতিক দিক থেকে কৃষকরা যথেষ্ট লাভবান হবেন, যদি এই ধারা গুলোর সঠিক ভাবে রুপায়ন করা সম্ভবপর হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!