আনলক প্রক্রিয়ার নির্দেশিকা সঠিক পালিত হচ্ছে কি না, তদারকির নির্দেশ সুপ্রিম কোর্টের

0 0
Read Time:1 Minute, 46 Second

নিউজ ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে দেশের করোনার সংক্রমণ হার বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে লকডাউন জারি করতে হলে আগে থেকে জানাতে হবে জনসাধারণকে, নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের।

টানা লকডাউন থাকায় দেশবাসীর আর্থিক অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নজর রেখে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত। সংক্রমণের দিকে নজর রেখে ছোট ছোট কনটেইনমেন্ট জোন তৈরি করে সেই অঞ্চলগুলিতে প্রয়োজনমত ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার। এমনকি বাজার, বাস স্ট্যান্ড , রেলস্টেশনগুলিতে প্রয়োজনের থেকে অতিরিক্ত ভিড় হতে শুরু করেছে। সেই জায়গাগুলিতে আরও বেশী প্রশাসনিক কর্তাদের নিয়োগ করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নাইট ক্লাব, বার, রেস্তোরাগুলি ঠিকমত নির্দেশিকা পালন করছে কি না সেদিকে নজরদারি করতেও নির্দেশ জারি করল আদালত ।

একটানা আট মাস ধরে কাজ করে চলেছেন স্বাস্থ্য কর্মীরা। তাদের কথা সরকারকে ভাবতে নির্দেশ আদালতের। তাদের একটি নির্দিষ্ট রুটিন বা কাজের সময়সীমা এবং ছুটির দিকে নজর দিতেও নির্দেশ সরকারকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!