নেতাজির জন্মদিনে বিশেষ উদ্যোগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

0 0
Read Time:1 Minute, 46 Second

নিউজ ডেস্ক: এই বছর নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিন। এই উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভাবনীয় পদক্ষেপ ঘোষণা করলেন। বললেন , ২৩ শে জানুয়ারি গোটা বাংলা জুড়ে দেশনায়ক দিবস পালিত হবে। শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত মিছিল করা হবে। ওদিকে, বেলা ১২ টা ১৫ মিনিটে বাজবে সাইরেন , বাংলার বাড়ি বাড়ি থেকে শঙ্খ ও উলু ধ্বনি দেওয়া হবে। নেতাজিকে নিয়ে তৈরি হবে শর্টফিল্ম । স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জয় হিন্দ বাহিনী গঠন করা হবে।

এছাড়াও মুখ্যমন্ত্রী আগে থেকে ঘোষণা করলেন , স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ ই আগস্ট নেতাজিকে সম্মান জানিয়ে প্যারেড করা হবে। নেতাজির নামে তৈরি করা হবে মনুমেন্ট , সেটা হবে নেতাজির আর্কাইভ। এছাড়াও মুখ্যমন্ত্রী নেতাজির নামে বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবি তুললেন এদিন।

আজ নবান্নের সভাঘরে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় , বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , বিভিন্ন প্রশাসনিক কর্তারা সহ আরও অনেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!