রবীন্দ্র রূপে নরেন্দ্র মোদি

0 0
Read Time:2 Minute, 56 Second

নিউজ ডেস্ক: বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তাঁর জীবনের নানার কাহিনি৷ যা নিয়ে রাজনৈতিক বিতর্কেরও অন্ত নেই। এরই মধ্যে গত কয়েক মাসে প্রধানমন্ত্রীর সাজগোজেও বেশ বাঙালিয়ানা ছাপ নজরে পড়ছে বাঙালিদের মত পরণে পাঞ্জাবি, শালে নজর করছেন প্রধানমন্ত্রী৷ এমনকি লকডাউনের সময় থেকেই লম্বা দাড়ি রাখতে শুরু করেছেন তিনি৷ পাঞ্জাবি, শালের সঙ্গে লম্বা সাদা দাড়ি। যা দেখে অনেকেই বাংলার বিধানসভা ভোটের আগে সচেতন ভাবেই কবিগুরুকেই অনুকরণ করছেন প্রধানমন্ত্রী, এমনটা বলতে পিছুপা হচ্ছেন না৷

তৃণমূল যদিও বার বারই নরেন্দ্র মোদির এই রবীন্দ্রনাথ সাজাকে ভোটকেন্দ্রিক এবং আকর্ষণের উপায় বলে, আক্রমণ করতেও ভুলছেন না৷ যদিও বিজেপি নেতারা এই অভিযোগ খণ্ডন করে বলছেন, কবিগুরু আসলে সবার৷

কয়েকদিন আগে লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে তোলা নরেন্দ্র মোদির একটি ছবি ভাইরাল হয়৷ যেখানে দেখা যায়, সিঁড়িতে বসে ময়ূরদের খাওয়ানোর সময় তোলা প্রধানমন্ত্রীর সেই ছবির সঙ্গে অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে সিঁড়িতে বসে তোলা ছবির মিল খুঁজে পেয়েছেন৷ অনেকেই সেট দেখার পরে বলেছেন , নিজেকে কবিগুরু ভাবতে শুরু করেছেন প্রধানমন্ত্রী।

ওদিকে জানা যাচ্ছে, বাংলায় প্রচার পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরও বেশি করে চর্চায় নিয়ে আসবেন নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে সোনার বাংলা গড়ার লক্ষ্যেও কথা তুলবেন প্রধানমন্ত্রী। এর সঙ্গে নিজের চেহারা এবং সাজের মধ্যে কবিগুরুকে ফুটিয়ে তুলে প্রধানমন্ত্রী বাংলার মানুষকে বার্তা দিতে চান যে, তিনি বাংলারই একজন মানুষ ৷ কারণ কোনও বাঙালির পক্ষেই রবীন্দ্রনাথ ঠাকুরকে উপেক্ষা করা যে সম্ভব নয়, এই কথা এতদিনে প্রধানমন্ত্রী বেশ ভালই বুঝে গিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!